ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অতীতের কোনো শাসন দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি : কাশেমী

অতীতের কোনো শাসন দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি : কাশেমী

সবাই ঐক্যবদ্ধ হয়ে গণমানুষের জানমালের নিরাপত্তা দিতে ইসলামী হুকুমত কায়েম করার প্রচেষ্টার কথা বলেছেন খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমী। গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন খেলাফত আন্দোলনের আমির।

আবু জাফর কাশেমী বলেন, আমরা বাংলাদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি, সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কিন্তু কোনো শাসন এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। তিনি আরও বলেন, আজকে আমাদের সময় এসেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে গণমানুষের জানমালের নিরাপত্তা দিতে ইসলামী হুকুমত কায়েম করার প্রচেষ্টা চালাতে হবে।

আবু জাফর কাশেমী বলেন, আমি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাব, আমরা পেছনের সব মতভেদ ভুলে এ দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত