ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারা দেশে একদিনে গ্রেপ্তার ১৭৮৩

সারা দেশে একদিনে গ্রেপ্তার ১৭৮৩

পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে এক হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৬৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন ৭১৪ জন।

গতকাল রোববার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭১৪ জনকে। অভিযানের সময় ৩টি ম্যগাজিন, ২টি কার্তুজ, ৫ রাউন্ড গুলি ও ১টি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত