
কক্সবাজারের মহেশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল রোববার মধ্যরাত সাড়ে ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর উপজেলার কুতুবজোমের বুজুরুক পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকায় তল্লাশি করে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এসময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি