ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের ছাত্রদল নেতা আশিকের

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের ছাত্রদল নেতা আশিকের

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। গতকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে এ অভিযোগ জমা দিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমানসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।পরে সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক বলেন, ২০১৩ ও ২০২২ সালে তাকে দুই দফায় গুম করে শারীরিক নির্যাতন করা হয় তাকে।

দুই মাস র‍্যাবের-১ এর আটকে রাখা হয়, পরবর্তী আবারও কাউন্টার টেররিজম ইউনিট কর্তৃক তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত