
গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘Human Rights, Our Everyday Essentials’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মানিত সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সচিব সেবাষ্টিন রেমা এবং স্বাগত বক্তব্য রাখেন কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ সম্পর্কিত আলোচনা করেন কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন্নেসা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি দিবসটি উপলক্ষে দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। সভায় মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নবপ্রণীত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের ওপর গুরুত্বারোপ করেন।