ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীর আরামবাগে চোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু

রাজধানীর আরামবাগে চোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু

রাজধানীর আরামবাগ এলাকায় চোর সন্দেহে পিটুনিতে আনুমানিক ৫০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে আরামবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার সকালে মতিঝিল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ আরামবাগের ওই বাড়ির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করে। নিহতের দুই হাত, পিঠ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের উদ্ধৃত করে তিনি জানান, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ওই ভবনে ঢুকেছিলেন বলে অভিযোগ রয়েছে। ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে মুঠোফোন চুরির সময় তাকে হাতেনাতে ধরে মারধর করা হয়। এতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআই আরমান হোসেন বলেন, এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত