
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী, লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
অভিযানে কোতয়ালী থানা একজন, লালবাগ থানা দুই জন, ডেমরা থানা একজন, সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা চার জন, হাজারীবাগ থানা তিন জন, বাড্ডা থানা একজন, যাত্রাবাড়ী থানা চার জন, শেরেবাংলা নগর থানা তিন জন ও শাহবাগ থানা ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সাব্বির হোসেন, শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম, আমির হোসেন, আক্তার হোসেন, মনা ব্যাপারী, মো. হাফিজুল ইসলাম, তাজবিন খান, শরিফুল ইসলাম, মো. ফারুক, শরিফুল ইসলাম, সুফল চৌধুরী, মো. মুন্না, মেহেদী হাসান, মো. সাহেব আলী, ইফতেখার রেজা, মামুন, রাজিব, শাওন ওরফে সেন্টু, এ বি এম মাহমুদুল বসরি, মো. জয়নাল হাওলাদার, মো. সেলিম, মো. রমজান, কাউছার আহম্মেদ, মো. আলম সরদার, মো. আইউব আলী, মিজানুর রহমান, মো. শাহদাত, এমসার ইউনুছ, মাইখেল চন্দ্র, আলী আহম্মেদ, ইয়াহিয়া ফেরদৌস হিটলার, লিমন, মো. করিম মিয়া, মো. দেলোয়ার হোসেন ও মো. রমজান আলী। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।