ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

স্মার্টফোন ভীষণ স্লো?

স্মার্টফোন ভীষণ স্লো?

হঠাৎ করেই স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে? অ্যাপ খুলতে সময় নিচ্ছে, মাঝেমধ্যে স্ক্রিন কালো বা সাদা হয়ে যাচ্ছে? এমন সমস্যায় এখন প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীই কমবেশি ভুগছেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে কিংবা কিছু সাধারণ ভুলের কারণে ফোনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যেতে পারে। তবে ভালো খবর হলো খুব সহজ কয়েকটি বিষয় মেনে চললেই এই সমস্যা অনেকটাই এড়িয়ে চলা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক, স্মার্টফোন দ্রুত ও স্মুথ রাখতে কী কী করবেন। স্মার্টফোন ধীরগতিতে কাজ করা শুরু করলে সবার আগে ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করে দিন। অনেক সময় এমন বহু অ্যাপ ফোনে থাকে যেগুলো আমরা ব্যবহারই করি না, কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থেকে মেমোরি ও প্রসেসরের ওপর চাপ ফেলে। অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দিলে ফোনের গতি অনেকটাই বেড়ে যায়। যে অ্যাপগুলো নিয়মিত ব্যবহার করেন, সেগুলো সবসময় আপডেট রাখা খুব জরুরি। অ্যাপ আপডেটের মাধ্যমে নানা বাগ ঠিক করা হয় এবং পারফরম্যান্স উন্নত করা হয়। পুরোনো ভার্সনের অ্যাপ ব্যবহার করলে ফোন স্লো হয়ে যাওয়ার পাশাপাশি হ্যাং করার সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত