ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন: নোয়াখালীতে জামায়াত আমির

১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন: নোয়াখালীতে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখা যাবে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় বছরে যারা ধৈর্য ধরতে পারেননি এবং যারা অধৈর্য হয়ে অপকর্ম করেছেন, তাদের জন্য অশনিসংকেত শুরু হয়ে গেছে।

এর আগে, সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

ইসহাক খন্দকার বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীতে বক্তব্য দেওয়ার পর লক্ষ্মীপুর যাবেন। পরে বিকেলে কুমিল্লার লাকসামে এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

জনসভায় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা।

নোয়াখালীতে জামায়াত আমির,নতুন বাংলাদেশ,১৩ তারিখ থেকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত