আগামী ৭ জুন ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে যাত্রীদের ভোগান্তি নিরসনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে থেকে; ওইদিন ৩১ মের টিকিট বিক্রি হবে বলে জানায় বাংলাদেশ রেলওয়ে।
ঈদের আগের সাতদিনের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। গতকাল সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদের আগে সড়ক ও রেলপথে প্রস্তুতি নিয়ে আয়োজিত অংশীজন সভায় টিকিট বিক্রির নির্ধারিত তারিখের কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হবে ১০ দিন আগে। সেই হিসেবে ২১ মে বিক্রি হবে ৩১ মে আন্তঃনগর ট্রেনের যাত্রার টিকিট। এছাড়া আগামী ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি হবে। এছাড়া ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুন ঈদযাত্রার টিকিট বিক্রি হবে ২৭ মে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে বেলা দুইটায়। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে জুন মাসের ৭ ও ৮ তারিখের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ঈদযাত্রায় অগ্রিম ও ফিরতি টিকিট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকিট নিতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অগ্রিম ও ফিরতি টিকিটের কোনো রিফান্ডও হবে না।
ফিরতি টিকিট বিক্রি : ফিরতি যাত্রায় ৩০ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ৩১ মে হবে ১০ জুনের, ১ জুন বিক্রি হবে ১১ জুনের, ২ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট, ৩ জুন হবে ১৩ জুনের, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের অগ্রিম টিকিট এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের অগ্রিম টিকিট।
থাকছে বিশেষ ট্রেন : ঈদের সময় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এক জোড়া এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ জুন থেকে ঈদের পর ৯ জুন পর্যন্ত চলাচল কবে। তবে শোলাকিয়া স্পেশাল ট্রেন চলবে শুধু ঈদের দিন। ঈদের আগে কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসব ট্রেন ২, ৩ এবং ৪ জুন দেওয়ানগঞ্জ বাজার এবং ইসলামপুর থেকে ঢাকা চলাচল করবে।
ঈদের ছয় দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ : ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।