পৃথক দুটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এসব আদেশ দেন।
ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালিব হত্যা মামলায় মুরাদকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ। মুরাদের আইনজীবী ওবায়দুল ইসলাম এই রিমান্ডের আবেদন নাকচ চান। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মুরাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবিনাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল সকালে কারাগার থেকে মমতাজ, সাবিনা, জাহাঙ্গীর ও মুরাদকে আদালতে হাজির করে পুলিশ।