ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গর্ভধারণের লক্ষণ শনাক্ত করতে

গর্ভধারণের লক্ষণ শনাক্ত করতে

অ্যাপল ওয়াচ স্মার্ট ঘড়ির মাধ্যমে সময় দেখার পাশাপাশি বর্তমানে নিজেদের হৃৎস্পন্দনের তথ্যসহ স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। অ্যাপলের তৈরি নতুন একটি এআই মডেল কাজে লাগিয়ে ভবিষ্যতে অ্যাপল ওয়াচের মাধ্যমেই গর্ভধারণের প্রাথমিক তথ্য প্রায় নির্ভুলভাবে জানা যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাদের দাবি, অ্যাপল ওয়াচের জন্য তৈরি এআই মডেলটি গবেষণায় ৯২ শতাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীদের গর্ভধারণের প্রাথমিক তথ্য নির্ভুলভাবে শনাক্ত করতে পেরেছে।

গবেষকদের তথ্যমতে, অ্যাপলের গবেষকদের তৈরি নতুন এআই মডেলটি অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের দৈনন্দিন আচরণ বিশ্লেষণ করে গর্ভধারণের প্রাথমিক তথ্য প্রায় নির্ভুলভাবে শনাক্ত করেছে। ১ লাখ ৬২ হাজারের বেশি অ্যাপল ওয়াচ ব্যবহারকারীর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এআই মডেলটি। গবেষণায় দেখা গেছে, এআই মডেলটি গর্ভধারণের প্রাথমিক তথ্য শনাক্তের জন্য ব্যবহারকারীদের দৈনন্দিন আচরণগত পরিবর্তনের পাশাপাশি ফটোপ্লেথিসমোগ্রাফি বা পিপিজির মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে। এই হাইব্রিড বিশ্লেষণ পদ্ধতিতে ৯২ শতাংশ ক্ষেত্রেই গর্ভধারণের নির্ভুল তথ্য পাওয়া গেছে, যা হৃৎস্পন্দন বা রক্তে অক্সিজেনের মাত্রা বিশ্লেষণ করা মডেলের চেয়ে উন্নত। গবেষকদের তথ্যমতে, ব্যবহারকারীদের হাঁটার ধরন, দৈনন্দিন কাজ, ঘুমের সময় পরিবর্তনের মতো সূক্ষ্ম আচরণ গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে বেশ নির্ভরযোগ্য।

গবেষণায় বলা হয়েছে, তাৎক্ষণিক শারীরিক পরিবর্তন শনাক্তে বিভিন্ন সেন্সরের তথ্য যেমন কার্যকর, তেমনি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রবণতা বুঝতে আচরণভিত্তিক তথ্যও সহায়ক। স্বাস্থ্যগত পূর্বাভাসের ক্ষেত্রে এই দুটি তথ্যের সমন্বয়ই সবচেয়ে কার্যকর ফল দেয়। ফলে ভবিষ্যতে অ্যাপল ওয়াচের মতো পরিধেয় বিভিন্ন যন্ত্র শুধু ফিটনেস ট্র্যাকার নয়, জটিল রোগনির্ণয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত