ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান

চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান

চ্যাটজিপিটির বানানো ডায়েট প্ল্যানে মাত্র দেড় মাসে ১১ কেজি ওজন কমিয়েছেন। সারা দিনে কখন কী খেতে হবে, কখন ঘুমাতে যেতে হবে- সব কিছু সময় মেপে ছক কষে ‘ডায়েট প্ল্যান’ বানিয়ে দিয়েছে চ্যাটজিপিটি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্ত্রী এবং দুই সন্তান নিয়ে কোডি ক্রোনের সংসার। দিন দিন ওজন বেড়ে যাওয়ায় চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে তিনি চ্যাটজিপিটির সহায়তা নেন। দেড় মাস ধরে চ্যাটজিপিটির ওপর ভরসা করে সেই ছকই মেনে চলছিলেন তিনি। ভোর সাড়ে ৪টায় নিয়ম মেনে ঘুম থেকে ওঠেন কোডি। সকালের কাজকর্ম সেরে ভোর ৬টা থেকে জিমে গিয়ে শরীরচর্চা করতে শুরু করেন তিনি। প্রতি সপ্তাহে ছয় দিন জিমে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা শরীরচর্চা করেন কোডি। দিনে দুবেলা ভারী খাবার খান। তার মাঝে বিরতির সময় আর খান না তিনি। সারা দিনে চার লিটার পানি পান করেন তিনি।

কিন্তু সন্ধ্যা ৬টার পর পানি পান করাও থামিয়ে দেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে ‘স্ক্রিনটাইম’ রাখেন না কোডি। ফোন বা ল্যাপটপ দূরে সরিয়ে রাখেন তিনি। ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমিয়ে আবার ভোরে উঠে পড়েন। তার পর কখন কী কী খাবার খেতে হবে তা-ও এআইয়ের নির্দেশ মেনেই খান। দেড় মাস পর ওজন মাপেন তিনি। ৪৬ দিন আগে তার ওজন ছিল ৯৫ কেজি। কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ধারণ করা তালিকা অনুসরণ করে এক ধাক্কায় তার ওজন কমে যায় ১১ কেজি। বর্তমানে তার ওজন ৮৪ কেজি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত