ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেশের তিন জেলা দিয়ে ৪২ জনকে পুশইন

দেশের তিন জেলা দিয়ে ৪২ জনকে পুশইন

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও নওগাঁ এলাকা দিয়ে বাংলাদেশে মোট ৪২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া ভজনপুর থেকে ৭ জন ও সদরের ঘাগড়া এলাকা থেকে ১০ জনকে আটক করে বিজিবি।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের নীলফামারী অঞ্চলের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আমাদের অভিযান চলমান। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

আটককৃতরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটকৃতদের পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র মারফত জানা জায়, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। গত ৩ জুন ভারতীয় পুলিশ কর্তৃক তাদের উড়িষ্যা প্রদেশ হতে আটক করে পরের দিন পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে বিমান যোগে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। পরবর্তীতে, পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশইন করে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবির জিডির ভিত্তিতে সদর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১০ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় যাচাই চলছে। আপাতত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)। গতকাল ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। এদের মধ্যে দুইজন পুরুষ এবং ৮ জন মহিলা। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আটকরা হলেন- আছমা বেগম, খাদিজা বেগম, পাখি বেগম, রুমা বেগম, কাকলি আক্তার, রুজিনা আক্তার, কোহিনুর বেগম, নাসরিন বেগম, মঞ্জুরুল ইসলাম, সুমন হোসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। বিজিবি আরও জানান, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক স্থান থেকে বাংলাদেশি ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ৬ বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৫ বাংলাদেশিকে ভারতের ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডার শ্রী সুজিত কুমার। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, তারা ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল জেলখানায় বন্দি ছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা বাংলাদেশের লালমনির হাট, কুড়িগ্রাম এবং একজন গাজীপুরের বাসিন্দা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত