ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি

চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রামের মোহরা এলাকায় চাঁদা না পেয়ে রাতের আঁধারে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনার পর গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায় নিজ বাসায় ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী হলেন মো. ইউনুস। তিনি কালুরঘাটে মা ওয়েল নামে একটি প্রতিষ্ঠানের মালিক। এ ছাড়া তিনি নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অজ্ঞাত একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে চার-পাঁচজনের একটি দল দুটি মোটরসাইকেলে করে এসে তাঁর বাসায় হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত