ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাত মাসে ডেঙ্গুতে মারা গেছে ৮৪ জন

সাত মাসে ডেঙ্গুতে মারা গেছে ৮৪ জন

সারা দেশে চলতি বছরের সাত মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৪ জন। যাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৭ জন নারী। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৭২ জনই ঢাকার বাইরের। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩২৭ জন, যার মধ্যে ১২ হাজার ৫৩৮ জন পুরুষ ও ৮ হাজার ৭৮৯ জন নারী।

বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার বিশ্বে সর্বোচ্চ। চার বছর ধরে ধারাবাহিকভাবে এই বাড়তি হার লক্ষ করা যাচ্ছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, দেশে ডেঙ্গু রোগীর তথ্য নিয়ে স্পষ্টতা না থাকায় মৃত্যুহার অনেক বেশি দেখানো হয়। দেশে কেবল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদেরই তথ্য পাওয়া যায়। এর বিপরীতে যে বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হয়ে ঘরে চিকিৎসা নেন, তাদের হিসাব করা হয় না। এর ফলেই মৃত্যুহার বেশি মনে হয়।

জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, তথ্যগত সমস্যা থাকলেও রোগটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য পরিষেবা এখনো যথাযথ নয়। ডেঙ্গু রোগে রাজধানী এবং এর বাইরের সুযোগ-সুবিধার বিস্তর ব্যবধান আছে। আমরা মশা নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়াতে যেমন পারিনি, তেমনি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় ডেঙ্গুকে প্রাধান্য দেওয়া হয়নি। এর ধারাবাহিকতা চলছেই।

বাংলাদেশে দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গুতে ধারাবাহিকভাবে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৯-এর পর থেকে এর প্রাদুর্ভাবের পরিমাণ অনেক বেশি। অর্থাৎ রোগটি আমাদের দেশে পুরোনো নয়। এরই মধ্যে এ রোগকে ঘিরে একটি সবল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠার কথা ছিল। যার ফলে মৃত্যু কম হতে পারে; কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুহার ছিল সর্বোচ্চ, শূন্য দশমিক ৫২। বাংলাদেশের পর আছে আফ্রিকার দেশে বুরকিনা ফাসো, মৃত্যুহার শূন্য দশমিক ২৫৫। বাংলাদেশে মৃত্যুহার মোটামুটি প্রায় এক দশক ধরে একই রকম ছিল বলে জানান যুক্তরাজ্যের কেইল ইউনিভার্সিটির প্রভাষক ও বাংলাদেশি বিজ্ঞানী নাজমুল হায়দার। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যগুলো ধরে একটি বিশ্লেষণী গবেষণায় যুক্ত আছেন। বাংলাদেশে ডেঙ্গুতে এই গড় হারের চেয়ে গত তিন মাসে হার বেড়ে গেছে। এখন এ হার শূন্য দশমিক ৬২৫। গত তিন মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। আবার চলতি বছরের প্রথম তিন মাসে যত আক্রান্ত হয়েছে, তা দেশে আর কোনো সময় হয়নি।

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটিভিত্তিক তথ্য পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে শুধু হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তথ্যই পাওয়া যায়। এর মধ্যে আবার সরকারি হাসপাতালই প্রধান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত