ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না’

সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব, মার্কিন দূতকে সিইসি
‘যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না’

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন নয়, বরং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানোই মার্কিন সরকারের অবস্থান বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বৈঠকে সিইসি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যাকবসন বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তাদের প্রত্যাশা, আগামী বছরের শুরুর নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। সেই নির্বাচনের মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে, যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান জানতেই নিয়মিত বৈঠক করে তারা। একইভাবে রাজনীতিবিদদের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কেও আলোচনা চালায়।

জ্যাকবসন আরও বলেন, নির্বাচনের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র শুধু এ প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে।

পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব বলে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছি। নির্বাচন ইস্যুতে যেন আমাদের কোনো ব্লেম না দেওয়া হয়। এজন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব।

সিইসি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রসঙ্গে আরো বলেন, তিনি (মার্কিন রাষ্ট্রদূত) নির্বাচনের অবস্থাটা বুঝতে আসছেন। আগামী বছরের রমজানের আগে নির্বাচনটা করতে পারি। ইসিতে যোগদানের পর থেকে প্রস্তুতি শুরু করেছি। প্রধান উপদেষ্টার চিঠিটা পাওয়ার পর প্রস্তুতি জোরদার হয়। নির্বাচন করার বিষয়ে ইসি প্রস্তুত না; এই ব্লেম নিতে চায় না ইসি। সরকার যখন চাইবে, আমরা নির্বাচন করতে প্রস্তুত থাকবো। সিইসি বলেন, মার্কিন দূত আমার কাছে জানতে চান, মব সৃষ্টি নির্বাচনে প্রভাব ফেলবে কিনা। এ বিষয়ে আমি বলেছি, নির্বাচনের সময় এই মব জাস্টিস থাকবে না। াইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। গোয়েন্দা সংস্থাসহ যাদের সঙ্গে কথা বলি তারা আমাদের জানান, আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই সহযোগিতা করবো। নাসির উদ্দীন বলেন, নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে পারবো না। তবে কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে যাকে দোষী ভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত