ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২

আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২

বিদায়ী আগস্ট মাসে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত, ১ হাজার ২৩২ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, আগস্ট মাসে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত, ১৪৪ জন আহত হয়েছেন।

গত মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে? এ বিভাগে ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে? এ বিভাগে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

এই সময়ে সংগঠিত দুর্ঘটনার ৭৮৯টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৬ দশমিক ১০ শতাংশ মোটরসাইকেল, ২৪ দশমিক ৭১ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ দশমিক ০৮ শতাংশ বাস, ১৩ দশমিক ৬৮ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭ দশমিক ৩৫ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৬ দশমিক ৫৯ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক

৪৬ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনায় পড়েছে। সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ০৬ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ৩০ দশমিক ৩৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৯ দশমিক ১৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৩ দশমিক ৮২ শতাংশ বিবিধ কারনে, চাকায় ওড়না পেছিয়ে ০ দশমিক ৬০ শতাংশ, এবং ১ দশমিক ২০ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৫ দশমিক ০৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৬ দশমিক ৫৫ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২০ দশমিক ৩২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

এ ছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ০৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ৮১ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১ দশমিক ২০ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত