ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশে মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ট্রাম্পের মনোনয়ন

বাংলাদেশে মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ট্রাম্পের মনোনয়ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন। তিনি দেশটির সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ কূটনীতিক।

হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, কাউন্সিলর হিসেবে দায়িত্বপালনকারী ভার্জিনিয়ার ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ কূটনীতিক। তাকে যুক্তরাষ্ট্রের অসাধারণ ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিয়োগের জন্য মনোনীত করা হল। মনোনয়নটি অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে।

এদিকে হোয়াইট হাউস ব্রেন্ট ক্রিস্টেনসেনের মনোনয়নের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনৈতিকের নিয়োগের বিষয় অনুমোদনের জন্য সিনেটে পাঠিয়েছে ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত