ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরোতে হবে’

‘আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরোতে হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার কথামতো দেশ চলতে হবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস : হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা-আকাঙ্ক্ষা আকাশচুম্বী। যদি সেটি ধারণ করা না যায় তাহলে দলের ভবিষ্যৎ নেই, দেশেরও নেই। সুতরাং এটা বুঝতেই হবে। আগামীতে বিএনপি সরকারে এলে পরিস্থিতি কত কঠিন হবে—তা উপলব্ধি করে দল প্রস্তুতি নিচ্ছে বলে জানান আমীর খসরু। তিনি বলেন, ছয় মাস, এক বছর বা ১৮ মাসের মধ্যে ডেলিভারি দিতে না পারলে জনগণ ধৈর্য হারাবে। কারণ, মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির অধ্যাপক আলিয়ার হোসেন। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশিপের যুগ্ম সম্পাদক গোলাম কাদের চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত