ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচন

ছাত্রদল-শিবিরের প্যানেল ঘোষণা

ছাত্রদল-শিবিরের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল ঘোষণা করেছেন। গতকাল রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এবং বিকাল সাড়ে ৫টায় রাকসু কার্যালয়ের সামনে শিবিরের প্যানেল ঘোষণা করেন রাবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন। রাকসু নির্বাচনে ছাত্রদলের আবির-নাফিউল-এষা এর প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে আরবি বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাফিউল ইসলাম জীবন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগীত বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষে জাহিন বিশ্বাস এষার নাম ঘোষণা করা হয়। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থীজোট প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সোচ্চার রাবি শাখার সভাপতি সালমান সাব্বির। বাকি ১৬টি সম্পাদকীয় এবং ৪টি কার্যনির্বাহী সদস্য পদে স্ব স্ব প্যানেল থেকে নাম ঘোষণা করা হয়েছে। সম্মিলিত শিক্ষার্থী জোটের শিবিরের প্যানেলে ক্রিয়া সম্পাদক পদে লড়বেন ক্রিয়া হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাঈেদা হাফসা, সহমহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান হাওলাদার, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহবির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মোমো, কার্যনির্বাহী সদস্য পদে দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

এদিকে ছাত্রদল মনোনীত এই প্যানেলে আরও লড়বেন ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক-আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এআর রাফি খান, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) সদস্য মিনারুল ইসলাম মেঘ। সদস্য হিসেবে মনোনিত হয়েছেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন মো. আশরাফুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত