ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে’

‘ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। ভোট না হওয়ার কোনো পরিস্থিতি আছে বলে নির্বাচন কমিশন (ইসি) মনে করে না। গতকাল রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার পরিস্থিতি আছে বলে মনে হয় না। কোনো শঙ্কা কমিশন মনে করে না।

মামলা দায়ের হলে প্রার্থী হতে পারবে না, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন একটা আইন করেছে, এটা কী নির্বাচনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থাকা সত্ত্বেও করতে পারে- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, অন্যান্য আইনের সঙ্গে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা, এটা দেখার জন্যই আইন মন্ত্রণালয়ে আরপিও পাঠানো হয়েছে। তারা এগুলো দেখেই অনুমোদন দেবে। অন্য এক প্রশ্নের তিনি বলেন, সংলাপ রোডম্যাপ অনুযায়ী এ মাসের শেষেই হওয়ার কথা। এ ছাড়া নতুন দল (২২টি) নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে যে তদন্তের জন্য পাঠিয়েছি, সব রিপোর্ট এখনো আসেনি। আশা করি, এক সপ্তাহের মধ্যে হবে। নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে যদি আসি, তাহলে যে দল আছে সেই নামে আরেকটি সংগঠন থাকতে পারে। আপত্তি আসতে পারে। সেগুলো নিষ্পত্তির পর এ মাসেই হবে।

ভোট কি হবে? এ বিষয়ে প্রশ্ন করলে ইসি আনোয়ারুল বলেন, এই প্রশ্ন আমাকেও অনেকে করে। ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে।

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত