ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভিপি পদে ২০, জিএস পদে ১৫ প্রার্থী লড়তে চান

ভিপি পদে ২০, জিএস পদে ১৫ প্রার্থী লড়তে চান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা গত রোববার শেষ হয়েছে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬২ জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রোববার রাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিফ্রিংয়ে এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় থাকলেও রাত পৌনে ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এর আগে প্রথম দিন গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়। তিনটি স্তরের নির্বাচনে অংশ নিতে মোট ৯২৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি পদে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। ওই সময় রাকসুতে ৩৯৫ জন, সিনেটে ৮৪ জন এবং ১৭টি হলে ৭৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে, মনোনয়নপত্র জমা দেননি রাকসুতে ১২৬ জন, হল সংসদে ১৫১ জন এবং সিনেটে ২২ জন। রাকসুর ২৩টি পদে ২৬০ জন মনোনয়নপত্র জমা দেওয়া পদপ্রার্থীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন রয়েছেন।

এ ছাড়া ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৬, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ১১, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৯, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৭, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৮, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে ১৩, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া মিডিয়া ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৯, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৮, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১৮ এবং নির্বাহী সদস্যপদে ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কোন হলে কতজন প্রার্থী : প্রতিটি হলে ১৫টি পদে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭টি হলে নির্বাচনে অংশ নিতে মোট ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ৪১ জন, শাহ মখদুম হলে ৪৩, নবাব আব্দুল লতিফ হলে ৩০, সৈয়দ আমীর আলী হলে ৪০, শহীদ শামসুজ্জোহা হলে ৩৮, হবিবুর রহমান হলে ৪৯, মতিহার হলে ৪৮, মাদার বখশ হলে ৪২, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৫১, শহীদ জিয়াউর রহমান হলে ৪৬, বিজয়-২৪ হলে ৩৫ জন। অন্যদিকে ছাত্রীদের মন্নুজান হলে ২৬ জন, রোকেয়া হলে ২২, তাপসী রাবেয়া হলে ২৪, বেগম খালেদা জিয়া হলে ২০, রহমতুন্নেসা হলে ২১ এবং জুলাই-৩৬ হলে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ৮ ও ৯ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওই দিন কোন পদে কে এবং নারী কতজন—এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে। সবশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।

রাকসু নির্বাচনে লড়বেন দৃষ্টি প্রতিবন্ধী নাঈম হোসেন : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নাঈমের প্রার্থিতা বিশেষভাবে শিক্ষার্থীদের নজর কেড়েছে। নাঈম হাসান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। তিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশ-সংরক্ষণমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ আমার মূল দায়িত্ব হিসেবে দেখব। ক্যাম্পাসের সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ, ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে সমাজকল্যাণের বিষয়গুলো নিয়েও আমি আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল শিক্ষার্থী এবং বিভিন্ন সমস্যায় পড়া সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার। তিনি আরও বলেন, আমি চাই রাকসু নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পছন্দের যোগ্য প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। ভোটের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, নাঈম হোসেনের প্রার্থিতা রাকসু নির্বাচনে এক ইতিবাচক বার্তা বহন করছে। তার অংশগ্রহণ দেখাচ্ছে, শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সামাজিক নেতৃত্ব ও দায়িত্ব পালনে বাধা নয়।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এ নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত