ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজাকার আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল

বললেন মির্জা আব্বাস
রাজাকার আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। তাঁর অভিযোগ, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। গতকাল বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদররা পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে। এখন তারা আবার ভোট চাইছে। তিনি প্রশ্ন তোলেন, ‘তারা কি এ ধরনের বাংলাদেশ চেয়েছিল?’ আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা আব্বাস দাবি করেন, দলটি অসভ্য আচরণ করে। তাঁর ভাষায়, ‘আমরা তাদের মতো আচরণ করতে পারি না বলেই তাদের কণ্ঠস্বর এত উঁচু।’ তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট দলগুলো ধর্মের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশবাসীকে এসব কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত