ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমানের প্রত্যাবর্তনে জনদুর্ভোগ

দুঃখ প্রকাশ বিএনপির

দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। গত বৃহস্পতিবার তাকে অভ্যর্থনা জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হন। এতে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীতে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগ ও অসুবিধার জন্য দলটি গভীরভাবে মর্মাহত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত