ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গিজার ব্যবহারে সতর্কতা

গিজার ব্যবহারে সতর্কতা

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে গিজারের ব্যবহারও বহুগুণ বেড়েছে। তবে সামান্য অসতর্কতা বা ভুল ব্যবহারে বাড়তে পারে বৈদ্যুতিক শকের ঝুঁকি, এমনকি ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গিজার ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, তা একনজরে দেখে নিন। শীতের এই সময়ে কনকনে ঠান্ডা পানিতে গোসল করা বেশ কঠিন। গিজার আমাদের ঝটপট গরম পানি পাওয়ার সুবিধা দিলেও, এর সঠিক ব্যবহার না জানলে তা বিপদের কারণ হতে পারে। তাই নিরাপদ থাকতে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গিজার চালু রেখে গোসল নয় : অনেকেই গিজার চালু থাকা অবস্থায় গোসল করেন বা বালতিতে পানি ধরেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গিজার চালু করার সঙ্গে সঙ্গেই গোসল শুরু করা উচিত নয়। এতে বৈদ্যুতিক শকের (ঊষবপঃৎরপ ঝযড়পশ) ঝুঁকি প্রবল থাকে। সঠিক নিয়ম হলো, গিজার ছেড়ে পানি গরম হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিন। পানি কাঙ্ক্ষিত পরিমাণে গরম হয়ে গেলে গিজার বন্ধ করে দিন এবং এরপর গোসলের পানি ব্যবহার করুন। এটি শুধু নিরাপত্তা নিশ্চিত করে না, বরং সঠিক তাপমাত্রার পানি পাওয়াও নিশ্চিত করে।

ফিটিং ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা : গিজারের নিরাপত্তার একটি বড় দিক হলো এর নিয়মিত রক্ষণাবেক্ষণ। গিজার বা এর সংযোগস্থল থেকে কোনোভাবে বিদ্যুৎ লিকেজ হচ্ছে কি না, তা মধ্যে মাঝেই দক্ষ মেকানিক দিয়ে পরীক্ষা করানো উচিত। পুরোনো গিজার বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। যদি পানিতে সামান্যতম বৈদ্যুতিক স্পর্শ বা শক অনুভূত হয়, তবে দেরি না করে অবিলম্বে গিজারটি বন্ধ করুন এবং ইলেকট্রিশিয়ান ডাকুন।

দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য আরও কিছু টিপস :

সঠিক সকেট ও স্থান : গিজার সবসময় ভালো মানের ও সঠিক অ্যাম্পিয়ারের সকেটে লাগাতে হবে। সুইচ বোর্ড বা সকেট যেন একদম ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় না থাকে সেদিকে খেয়াল রাখুন।

শিশু ও বয়স্কদের সতর্কতা : গিজারের সুইচের নাগাল থেকে শিশু ও বয়স্কদের দূরে রাখা ভালো। গিজার ব্যবহারের সময় তাদের একাকী বাথরুম ব্যবহার করতে না দেওয়াই শ্রেয়।

রক্ষণাবেক্ষণ : শীত শেষে দীর্ঘ সময় গিজার বন্ধ রাখার আগে এর ভেতরের পানি পরিষ্কার করে রাখা এবং পুনরায় ব্যবহারের আগে মেকানিক দিয়ে চেক করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। শীতকালে গিজার আমাদের জীবন আরামদায়ক করলেও অবহেলা করলে এটি প্রাণঘাতী হতে পারে। তাই সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত