ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পোস্টাল ভোটিং

নিবন্ধনের সময় বাড়ল পাঁচ দিন

নিবন্ধনের সময় বাড়ল পাঁচ দিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও দেশের বাইরে থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেড়ে ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এদিকে ডাক অধিদপ্তর থেকে ইসি সচিবালয়কে পাঠানো এক নির্দেশে বলা হয়েছে, নিবন্ধিতদের ফিরতি পোস্টাল ব্যালট ২২ জানুয়ারি থেকে রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে ইসি। ব্যালট ধাপে ধাপে নিবন্ধিত ভোটারদের কাছে যাচ্ছে। তবে প্রতীক বরাদ্দের আগে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে। সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

ব্যালটে নৌকা ছাড়া নিবন্ধিত সব দল ও স্বতন্ত্র মিলিয়ে ১১৮টি প্রতীক থাকবে। এছাড়া ‘না’ ভোটের চিহ্ন থাকবে ব্যালট পেপারে। ডিজিটাল প্লাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দেবেন পোস্টাল ব্যালটে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ১০ লাখ ছাড়াল : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৪৫১ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। গতকাল দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ইসি জানায়, প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন। মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন।

প্রবাসী ভোটারদের নিবন্ধনে দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। সেখান থেকে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৬৬ হাজার ২৪৮ জন, মালয়েশিয়ায় ৫৬ হাজার ৬৬৩ জন, ওমানে ৪৭ হাজার ৪৮৪ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৩৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষ জেলা হিসেবে কুমিল্লায় ৮৩ হাজার ৭৭৭ জন, ঢাকায় ৭৭ হাজার ২১৯ এবং চট্টগ্রামে ৭১ হাজার ৫২৫ জন নিবন্ধন করেছেন।

আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসন থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৬৫১ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসনে ১১ হাজার ৪৮ জন এবং নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৯৭৬ জন। ইসি সম্প্রতি নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব পালনকারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। তবে প্রবাসীদের নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।

৪ লাখ ১৬ হাজার প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১১ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ১৬ হাজার ৭৮৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। গত সোমবার ও ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয় বলে তথ্য নিশ্চিত করেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রায় ৭ লাখ হতে পারে। দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা ৬ লাখ ছাড়াতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন কম হচ্ছে। তবে প্রবাসী ভোটারের যে পরিমাণ নিবন্ধন হচ্ছে, এতে আমরা খুশি।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন। ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর যতদ্রুত সম্ভব প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।’

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মোট ১৩টি দেশে ৪০ হাজার ৪৭৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩৭ হাজার ৬১২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়। গত শনিবার সৌদি আরবে ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।

এর আগে, গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়। গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। সব মিলিয়ে গত ১১ দিনে মোট ৪ লাখ ১৬ হাজার ৭৮৩টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত