
দেশের বিদ্যমান পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে টঙ্গীতে ইজতেমা ময়দানে নির্ধারিত খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমা আয়োজন না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ২ থেকে ৪ জানুয়ারি অনুষ্ঠেয় খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠেয় ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজন করা যাবে না। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপ-সচিব মো. আনোয়ার পারভেজ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাবলিগ জামায়াত বাংলাদেশের পক্ষ থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন জানানো হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনপূর্ব সময়ে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড়, বিশ্ব ইজতেমা কিংবা অন্য কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওসি শাহীন খান আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।