
গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন শুধু একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখন খুব সহজেই টেক্সট থেকে আকর্ষণীয় ছবি এবং হাই-কোয়ালিটি ভিডিও তৈরি করা সম্ভব। খুব সহজে গুগল জেমিনিতে ছবি ও ভিডিও তৈরি করতে পারবেন। আপনি প্রম্পট দেওয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারেন। আসুন কীভাবে ছবি বানানো যায় দেখে নেওয়া যাক-
জেমিনি বা মোবাইল অ্যাপে প্রবেশ করুন। আপনি যা দেখতে চান তার একটি বর্ণনা লিখুন। মনে রাখবেন আপনার প্রম্পট যত বিস্তারিত হবে (যেমন: লাইটিং কেমন হবে, স্টাইল কেমন সিনেমাটিক নাকি অয়েল পেইন্টিং) ছবি তত বেশি নিখুঁত হবে। এন্টার চাপুন। কয়েক সেকেন্ডের মধ্যে জেমিনি আপনাকে কয়েকটি ভ্যারিয়েশন বা অপশন তৈরি করে দেবে। কোনো একটি নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে চাইলে সেটি লিখে কমান্ড দিন গুগল বর্তমানে তাদের ভিডিও জেনারেশন টুল ভিইও জেমিনির সঙ্গে একীভূত করছে। এর মাধ্যমে আপনি ছোট ছোট ক্লিপ বা সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন। প্রম্পট দিন: আপনি কী ধরনের দৃশ্য দেখতে চান তা বিস্তারিত লিখুন। যেমন: ‘সূর্যোদয়ের সময় পাহাড়ের ওপর দিয়ে ড্রোন শট যাচ্ছে।’
স্টাইল নির্ধারণ : ভিডিওটি কি স্লো-মোশন হবে, নাকি ফাস্ট-পেসড? ক্যামেরা কি ডান থেকে বামে ঘুরবে? এসব বিষয় উল্লেখ করলে ভিডিও আরও পেশাদার হবে। ভিডিওটি পছন্দ না হলে আপনি পুনরায় নির্দেশ দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল বা আবহাওয়া পরিবর্তন করতে পারেন।