
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত নাগরিক ও দেশে জরুরি সেবায় নিয়োজিতদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ ভোটার এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, যার মধ্যে প্রবাস থেকে ১৩ লাখ এবং দেশের অভ্যন্তর থেকে প্রায় ৬ লাখ আবেদন জমা পড়েছে। আজ সোমবার এই নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত এই অ্যাপে মোট ১৩ লাখ ৭ হাজার ২৭৬ জন প্রবাসী আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ৪০৩ এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে মোট আবেদন জমা পড়েছে ৫ লাখ ৮৪ হাজার ৫০৮টি। এর বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায়, সরকারি চাকরিজীবী ৪ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৫ হাজার ৯৯৬ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮ হাজার ৭৪১ জন এবং কারাবন্দি ৫ হাজার ৩২৭ জন নিবন্ধন করেছেন।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ঘরে বসেই নিবন্ধন করে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রমের সময় তিন দফা বাড়ানো হয়েছে।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনকে লক্ষ্য করে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার টার্গেট নিয়ে এ কার্যক্রম শুরু করেছিল সংস্থাটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা এই নিবন্ধনে অংশ নিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো– দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
তালিকা থেকে মৃত ভোটার বাদ দিতে ইসির কমিটি গঠন: বছরজুড়েই তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরই প্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সম্প্রতি ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারি সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, সারাবছর মৃত ভোটার কর্তন চালু রাখার জন্য ১০ সদস্যের কমিটি কাজ করবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করবে। বর্তমানে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ ছাড়া মৃত ভোটার কর্তন করা হয় না। এই কমিটি গঠনের পর থেকে এখন বছরের যেকোনও সময় মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে।