
স্মার্টফোনের বাজার দিন দিন আরও উন্নত হচ্ছে। একই দামের মধ্যে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে একে অন্যকে টেক্কা দিচ্ছে নামি সব ব্র্যান্ড। সম্প্রতি শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘শাওমি ১৭ আল্ট্রা’ (Xiaomi 17 Ultra) চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। বিশেষ করে এর ‘লাইকা’ ক্যামেরা সিস্টেম নিয়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, আল্ট্রা মডেল না হলেও ভিভোর ‘এক্স৩০০ প্রো’ (Vivo X300 Pro) এর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে।
দাম ও প্রাপ্যতা : চীনে শাওমি ১৭ আল্ট্রার প্রাথমিক দাম শুরু হচ্ছে ৬,৯৯৯ ইউয়ান থেকে, যা ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের জন্য প্রযোজ্য। এর সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ ইউয়ান (প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা)। অন্যদিকে, ভিভো এক্স৩০০ প্রো-এর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৯৯ রুপি (ভারতীয় বাজার অনুযায়ী)।
নকশা ও পর্দা (ডিজাইন এবং ডিসপ্লে) : শাওমি ১৭ আল্ট্রা ফোনে এবার সমতল বা ফ্ল্যাট প্যানেল ব্যবহার করা হয়েছে। এর পেছনে তিনটি সেন্সরসহ একটি গোলাকার ক্যামেরা মডিউল এবং লাইকা ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির ওজন ২২৪ গ্রাম এবং পুরুত্ব ৮.২৯ মিলিমিটার। ধূলা ও পানি নিরোধক হিসেবে এতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং সুরক্ষার জন্য রয়েছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস। অন্যদিকে, ভিভো এক্স৩০০ প্রো-তেও সমতল পর্দা এবং গোলাকার ক্যামেরা মডিউল দেখা যায়। শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি খুব বেশি ভারী নয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে আর্মার গ্লাস।
গতি ও অপারেটিং সিস্টেম : শাওমি তাদের নতুন ফোনে ব্যবহার করেছে শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ চিপসেট। এটি অ্যানড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি শাওমির নিজস্ব ‘হাইপারওএস ৩’ সংস্করণে চলবে।
বিপরীত দিকে, ভিভো বেছে নিয়েছে ‘মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০’ চিপসেট। এই ফোনে প্রথমবারের মতো চীনের বাইরে ‘অরিজিনওএস ৬’ সংস্করণটি পাওয়া যাচ্ছে। ভিভো তাদের এই ফোনে ৫ বছরের অপারেটিং সিস্টেম আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।