ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রপ্তানির শীর্ষে আইফোন

রপ্তানির শীর্ষে আইফোন

বিশ্বের রপ্তানি মানচিত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। ২০২৫ সালে প্রথমবারের মতো দেশটির সর্বোচ্চ রপ্তানি পণ্যের তালিকায় শীর্ষস্থান দখল করেছে স্মার্টফোন। আর এই অভাবনীয় সাফল্যের সিংহভাগই এসেছে অ্যাপলের তৈরি ‘আইফোন’ (iPhone) থেকে। অর্থনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা রত্ন-অলঙ্কার এবং পেট্রোলিয়াম পণ্যকে পেছনে ফেলে স্মার্টফোন এখন ভারতের এক নম্বর রফতানি পণ্য।

সাফল্যের নেপথ্যে ‘অ্যাপল’ ও সরকারি নীতি ইকোনমিক টাইমস ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের মোট স্মার্টফোন রফতানির প্রায় ৭৫ শতাংশই আইফোনের দখলে। এই সাফল্যের পেছনে ২০২০ সালে ভারত সরকারের চালু করা ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ’ (চখও) প্রকল্প মূল ভূমিকা পালন করেছে। পাশাপাশি, বৈশ্বিক কোম্পানিগুলোর ‘চায়না প্লাস ওয়ান’ (ঈযরহধ+১) কৌশলের অংশ হিসেবে চীন থেকে উৎপাদন সরিয়ে ভারতে নিয়ে আসায় এই গতি ত্বরান্বিত হয়েছে।

উৎপাদনের মূল কেন্দ্র ও কর্মসংস্থান বর্তমানে ভারতের তামিলনাড়ু ও কর্ণাটক আইফোন উৎপাদনের প্রধান হাবে পরিণত হয়েছে। চেন্নাই ও বেঙ্গালুরু অঞ্চলে অ্যাপলের পাঁচটি বড় কারখানার পাশাপাশি ৪৫টি সহযোগী সরবরাহকারী প্রতিষ্ঠান কাজ করছে। এতে শুধু রফতানি আয়ই বাড়েনি, তৈরি হয়েছে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান।

হার্ডওয়্যার শিল্পে ভারতের উত্থান এতদিন ভারতকে মূলত সফটওয়্যার ও সেবা রপ্তানিকারক দেশ হিসেবে দেখা হলেও আইফোনের এই রেকর্ড প্রমাণ করছে, উচ্চমূল্যের হার্ডওয়্যার উৎপাদনেও দেশটি বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ শ্রমশক্তি এবং শক্তিশালী সাপ্লাই চেইন নিশ্চিত করতে পারলে এই ধারা দীর্ঘস্থায়ী হবে।

সব মিলিয়ে, আইফোন রপ্তানিতে এই নয়া রেকর্ড ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের এক জ্বলন্ত উদাহরণ এবং দেশটির অর্থনীতির জন্য বড় এক আত্মবিশ্বাসের বার্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত