
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামে এক ডাকাত বাহিনীর প্রধান নিহত হয়েছেন।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। এর আগে, গত শুক্রবার দিবাগত রাতে টেকনাফের মুচনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নুর কামাল নয়াপড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদক সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।
আর্মড পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল।
এরই জেরে শুক্রবার গভীর রাতে মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নিহত হন।