ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

মরিচ চাষে লাভবান সিরাজগঞ্জের চাষিরা

মরিচ চাষে লাভবান সিরাজগঞ্জের চাষিরা

সিরাজগঞ্জে এবার রবি মৌসুমে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে বারো মাসেই হাইব্রিড মরিচ চাষ করছে কৃষকরা। দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৬০০ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। এ জেলার চৌহালী, বেলকুচি, কামারখন্দ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে মরিচ চাষ করা হয়েছে। তবে এসব উপজেলার চরাঞ্চলে কৃষকরা লাভজনক হাইব্রিড মরিচের চাষ করে থাকে সারা বছরই। রোপা আমন ধান কাটার পর বেশিরভাগ জমিতে দেশীয় মরিচ চাষ শুরু হয়।

কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের চর এলাকার অনেক কৃষক সারা বছরই লাভজনক হাইব্রিড এ মরিচ চাষ করছে এবং কৃষক ওমর আলী প্রায় ৫ বিঘা জমিতে এবার হাইব্রিড মরিচের চাষ করেছে। এ চাষে গত বছরের চেয়ে এবার আরো লাভের মুখ দেখছে কৃষকরা। তবে হাইব্রিড জাতের মরিচ অল্প সময়ের মধ্যেই উৎপাদন হয়ে থাকে এবং এ মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। কৃষকরা বলছেন, ধানের তুলনায় মরিচ চাষে খরচ কম এবং লাভ বেশি। জমিতে কৃষি বিভাগের পরামর্শে মরিচের বীজ বোপণ করা হয়। বর্তমান বাজারে প্রতি কেজি মরিচ গড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এবং এ চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে পড়ে কৃষকরা। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে মরিচ তুলতে কৃষক কৃষানিরা এখন ব্যস্ত এবং অনেক কৃষকই তাদের মরিচ খেত পাহারা দিচ্ছেন। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ভালো দামে এ মরিচ ক্রয় করে। বাজারে কাঁচামরিচ বিক্রি করছেন। কৃষকরা অধিক লাভের আশায় মরিচ রোদে শুকাচ্ছেন। এছাড়া শহর বন্দরসহ প্রভাবশালী হাট বাজারে মরিচের আড়ৎও গড়ে উঠছে। এসব আড়ৎ থেকে কাঁচা ও শুকনা মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে এবং স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছেও বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, রবি মৌসূমের মরিচের চেয়ে বারো মাসেই হাইব্রিড কাঁচা মরিচের উৎপাদন বেশি। কৃষকরা সংশ্লিষ্ট কৃষি বিভাগের পরামর্শে এ মরিচ চাষাবাদ করছে এবং এখনও বাজার ভালো থাকায় কৃষকরা খুশি। এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত