মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হাইক্কার খালটি পরিদর্শন করেন। আগের গতিপথ ফিরিয়ে আনতে এ সময় তিনি রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা ও রামচন্দ্রপুর খালের সঙ্গে হাইক্কার খালকে যুক্ত করার নির্দেশ দেন ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে। নির্দেশনা অনুযায়ী আজ রোববার থেকে খালের সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু হবে। এর আগে, গতকাল শনিবার সকাল ৯টায় ধানমন্ডি ২৭, লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি জানান, রাজধানীর জলাবদ্ধতার টেকসই সমাধানের লক্ষ্যে ডিএনসিসি, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পরিদর্শনকালে আরো ছিলেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।