ঢাকার পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসন এই তিন বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল সোমবার গুলশান ডিএনসিসির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার প্রতিদিনের লড়াই খুব কাছ থেকে জানি। এখানে আমাদের ফুসফুসে বিশুদ্ধ বাতাসের বদলে জমে কালো ধোঁয়া আর ধুলা। শহরে খেলার মাঠ থাকলেও, খেলার সুযোগ নেই। বর্জ্য ব্যবস্থাপনা বা বিশুদ্ধ পানির মতো সাধারণ প্রয়োজনীয় জিনিস যা আমাদের অধিকার এখনও হয়ে আছে বিলাসিতা। শহরের অর্ধেক জনসংখ্যা নারী কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য শহর করতে আমাদের নিশ্চিত করতে হবে। পরিবেশ যেন ভালো থাকে, বাতাস বিশুদ্ধ হয়, নদী-খালগুলো বাঁচে, সবার জন্য উন্মুক্ত জায়গা থাকে যেখানে শিশুরা খেলতে পারে, মানুষ হাঁটতে, বসতে পারে, রাস্তা, ড্রেনেজ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে কাজ করে।