ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৭০ পিস ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে ডিএনসির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার টেকনাফের ফরিদ আলম (৩৩), মফিজ আলম (৩২), হেলাল উদ্দিন (২৮), ঢাকার খিলগাঁওয়ের সারোয়ার জাহান পানু (৩৭), বাগেরহাটের মোড়লগঞ্জের সালমান জাহান সবুজ (২৬), যাত্রাবাড়ীর ফিরোজা বেগম (৩৮), ভাটারার তাইফ মাহমুদ প্রকাশ তন্ময় (২৪) ও একই এলাকার মো. শরীফ (২৫)। তিনি জানান, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত