ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে’

‘ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে। যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করত সে এবং তার পরিবার রাষ্ট্রের মালিক, কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ। অতএব, ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের অতিদ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। গতকাল সোমবার দুপুরে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে, তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব, বিলম্বকে আমরা বরদাশত করব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি জানতে চান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার তা করতে এত দেরি হচ্ছে কেন? সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের বৈঠক করেছেন, আর কী কাজ বাকি থাকতে পারে? একমাত্র সংস্কারের প্রজ্ঞাপন ছাড়া আর তো কোনো কাজ বাকি থাকে না। তিনি বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়, তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত