ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

বনানী সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান শেখ (৫৩) নামের এক সাইনবোর্ড ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, শিক্ষার্থী-পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারী সানভীর আহমেদ বলেন, ‘দুপুরে সৈনিক ক্লাবের পেছনে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থা পড়েছিলেন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তবে কোন ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন বলতে পারেননি তিনি। মৃতের ছোট ভাই তরিকুল ইসলাম মিঠু বলেন, ‘তার ভাই পেশায় সাইনবোর্ড ব্যবসায়ী। বিকালে মোবাইল ফোনে খবর পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’ মৃত হান্নান পাবনা জেলার আতাইকুলা উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত আবু বক্কার শেখের ছেলে। তিনি নর্দা কালাচাঁদপুর এলাকায় থাকতেন। এক মেয়ের জনক ছিলেন তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত