ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎ সাশ্রয়ে ডিপিডিসির সাত নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ডিপিডিসির সাত নির্দেশনা

গ্রীষ্মকালের সেচ মৌসুম এবং পবিত্র রমজান উপলক্ষে বিদ্যুৎ সাশ্রয়ে সাত নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গতকাল বুধবার ডিপিডিসির পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানজোর (এইচ আর) মো. শামীমুল হকের সই করা এক বিবৃতি থেকে এ কথা জানা যায়। বিবৃতিতে বলা হয়, এবছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকরা লোডশেডিং-এর সম্মুখীন হতে পারেন। লোডশেডিংমুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ্বসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জ্বন্য সকল গ্রাহককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেছেন।

ডিপিডিসির সাত নির্দেশনা : ওপরে মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখুন। বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন। দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজ্বনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন। দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন। পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন। ইজি বাইক, অটোরিকশা অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সচল রাখুন। জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত