রাজ্বধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেল ও দেশি অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারকরেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিন দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরখান থানার দোবাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারদের নামণ্ড মো. রবিউল ইসলাম (২৫), মো. সাগর মিয়া (২৪) ও মো. বিশু ওরফে ফারদিন (২৫)।
উত্তরখান থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজ্বন উত্তরখান থানার দোবাদিয়া বাজারস্থ গাজী মার্কেট এর সামনে পাঁকা রাস্তার ওপর ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল দল রবিউল, সাগর ও বিশুকে গ্রেপ্তারকরা হরে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজ্বত থেকে ছিনতাই করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই। এর আগেও একাধিকবার উত্তরখান থানা ও আশপাশের এলাকায় ছিনতাই করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে ডিএমপির উত্তরখান থানায় দুটি মাদক মামলা রয়েছে।