নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অবৈধ বিদেশি রিভলবার ও খালি ম্যাগাজিনসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন। এরআগে গত মঙ্গলবার দিবাগত রাতে এসিআই গেট পানিরকল এলাকায় র্যাবের অস্থায়ী চেকপোস্ট তল্লাশিকালে ওই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মো. রহিমের ছেলে। র্যাব জানায়, চেকপোস্ট অতিক্রমকালে গ্রেপ্তারকৃত মেহেদী হাসানের গতিবিধি সন্দেহজ্বনক হয়। পরে তাকে আটক করে তল্লাশি করে তার পরিহিত নীল রঙের ফুল প্যান্টের ডান পাশের কোমড়ে গোজা অবস্থায় খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।