রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত (১৭) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তানজিদ হাসান শান্ত নামে তার বন্ধু। গত শনিবার আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। শান্ত হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শান্ত বলেন, তারা দুজনে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় থাকেন। জানা যায়, ঘটনার সময় বাইকটি চালাচ্ছিল আরাফাত। ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে পৌঁছালে একটি বাস তাদের সাইট দিয়ে চাপা দেয়ার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এতে হেলমেট না থাকার কারণে আরাফাতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় সঙ্গে শান্ত কিছুটা আঘাত পায়। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরাফাতের মৃত্যু হয়।
হাসপাতালে আরাফাতের পরিচিত লোকজন জানান, আরাফাত একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আদমজী কলেজে সে পড়াশোনা করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।