ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম ইপিজেডে কর্মক্ষেত্রে বয়স্ক সাক্ষরতা প্রকল্প শুরু

চট্টগ্রাম ইপিজেডে কর্মক্ষেত্রে বয়স্ক সাক্ষরতা প্রকল্প শুরু

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) ও ইয়াং অ্যান্ড হ্যাট লিমিটেডের যৌথ উদ্যোগে চট্টগ্রাম ইপিজেডে আবারো শুরু হলো বয়স্ক সাক্ষরতা প্রকল্প। চট্টগ্রাম ইপিজেডে ইয়াং অ্যান্ড হ্যাট লিমিটেড ফ্যাক্টরী ক্যাম্পাসে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ৯ম ফেইজের যাত্রা শুরু হলো। নিরক্ষর নারী শ্রমিকদের অংশগ্রহণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষরতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নারী পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার এসএম আলমগীর হোসেন সাক্ষরতা কার্যক্রমের সকল শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে আমরা ফ্যাক্টরীর সকল নিরক্ষরকে সাক্ষর করে তুলব।’

ডামের শিক্ষা কর্মসূচির কো-অর্ডিনেটর-এমএন্ডই শেখ শফিকুর রহমান বলেন, ‘জাতীয় সাক্ষরতা পুরস্কার-১৯৯৮ অর্জনকারী প্রতিষ্ঠান ঢাকা আহ্ছানিয়া মিশন সাক্ষরতা কর্মসূচিতে বয়স্ক শিক্ষার কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে।’ তিনি কর্মক্ষেত্রে বয়স্ক সাক্ষরতা কর্মসূচিকে অনন্য ফ্যাক্টরীতে সম্প্রসারণের জন্য ইপিজেড কর্তৃপক্ষ, দেশি ও বিদেশি পোশাক ক্রেতা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াং এন্ড হ্যাট ফ্যাক্টরীর নির্বাহী পরিচালক জং চুল হং। তিনি বলেন ‘আমরা পোশাক শ্রমিকদের জীবন ও উৎপাদনের গুণগত মান উন্নয়ন করতে চাই যেখানে এ সাক্ষরতা কার্যক্রম বিশেষ অবদান রাখবে।’ তিনি শিক্ষার্থীদের হতে সাক্ষরতা শিক্ষা উপকরণ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

কর্মসূচির এক বছর মেয়াদি এ সাক্ষরতা কোর্সে ইয়াং এন্ড হ্যাট ফ্যাক্টরীর নিরক্ষর নারী পোশাক শ্রমিককে সাক্ষরতা দক্ষতা প্রদান করা হবে। সাক্ষর দক্ষতা অর্জন করে একজন শ্রমিক নিরক্ষরতার অভিশাপ মুক্ত হয়ে ফ্যাক্টরীর উৎপাদন বৃদ্ধি, কর্মণ্ডপরিবেশ নিশ্চিতকরণ এবং তার জীবনের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য যে, আমেরিকান ক্রেতা সংস্থা ‘আউটডোর ক্যাপ’-এর আর্থিক সহযোগিতায় এ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে ২০০ জন নারী নিরক্ষর শ্রমিককে সাক্ষর করে তোলা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সকল নিরক্ষর শ্রমিককে সাক্ষর দক্ষতা অর্জন করানো হবে। অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুং জং ইউন, কোরিয়ান জেনারেল ম্যানেজার, ফ্যাক্টরী ম্যানেজার (বিডি-১) মো. মঈন উদ্দীন, ফ্যাক্টরী ম্যানেজার (বিডি-২) মো. কুতুব উদ্দীন, এইচআর অ্যান্ড কম্প্যায়েন্স ম্যানেজার রিপা কর্মকার, ফ্যাক্টরীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত