পাওনা টাকাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর খোরশেদ আলম হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহাজামাল হ্যালোর ছেলে ইউনুছ আলী ও শ্যাম্পুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।
আদালত সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় শহিদুল ইসলাম গত ২০২০ সালের ২০ মার্চ দিবাগত রাত ১১টার দিকে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে ডেকে এনে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পেছনে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ আম গাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।