ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বাজার পরিদর্শনে চসিক মেয়র

বাজার পরিদর্শনে চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. মো. শাহাদাত হোসেন বলেছেন, কেউ চাঁদাবাজি করে না তবুও গরুর মাংসের দাম বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। একটা গরুতে ২০ হাজার টাকা লাভ না করে পাঁচ হাজার টাকা লাভ করো। রমজানে রোজাদারদের স্বস্তি দাও। গতকাল শুক্রবার দুপুরে কাজীর দেউড়ি কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শনকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাংস বিক্রেতাদের উদ্যেশ্য করে এ সব কথা বলেন। হাড়ছাড়া দেশি গরুর মাংস এ বাজারে প্রতি কেজি ৯০০ টাকা বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতা মেয়রকে জানান, কেউ চাঁদাবাজি করে না। দেশি গরুর দামই বেশি। গতকাল শুক্রবার কাজীর দেউড়ি বাজারে নিম্নআয়ের মানুষের জন্য ৬৮০ টাকায় হাড়সহ মাংস বিক্রির প্যাকেজ থাকে। মেয়র ফল বিক্রেতাদের ফরমালিন, ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ব ফলমূল বিক্রি করতে নিষেধ করেন। কাঁচামরিচ, লেবু, শসাসহ বলে বিভিন্ন সবজি, মাছের দাম বেশি উল্লেখ করে মেয়র সীমিত লাভে বিক্রি করতে বলেন। দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা টাঙানো ও ওজন ঠিক রাখার নির্দেশ দেন।

তিনি বলেন, চসিক, জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজারে গোপনে ছদ্মবেশে নজরদারি করছেন। কোনো অসংগতি পেলে সঙ্গে সঙ্গে জরিমানা করবে, শাস্তির আওতায় আনবে। সন্ত্রাস চাঁদাবাজ এখানে নেই এখন। এটি দোকানিদের জন্য প্লাস পয়েন্ট। তারা দাম কমাতে পারবে। সিটি কর্পোরেশন সবসময় জনগণের পাশে আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত