ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় এক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন ও আইনজীবী মোহাম্মদ আলী খান। গত ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক এমণ্ড৪, এমণ্ড৫, এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালির (আংশিক) খালি জায়গায়’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে স্থানীয় বাসিন্দা আজাদ আলী গত রবিবার এ রিট দায়ের করেন। রিটে এলজিআরডি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আইনজীবী আনোয়ার হোসেন জানান, এটি একটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক এলাকা। এখানে সিটি কর্পোরেশনের কোনো সম্পত্তি নেই। এছাড়া এ এলাকায় লাখ লাখ মানুষের বসতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত