দেশের ফার্মেসি খাতে বিশাল সম্ভাবনা থাকলেও অভাব রয়েছে দক্ষ জনবলের। সংকট কাটাতে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। যাদের হাত ধরে এগিয়ে যাবে এ খাত। ভবিষ্যতে বৈশ্বিক শিল্প মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। গতকাল রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি সায়েন্স বিভাগের আয়োজনে ‘একাডেমিক ও শিল্প খাতের মধ্যে সেতুবন্ধন: ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ডের সূচনা’ শীর্ষক আলোচনা সভায় তারা এমন মন্তব্য করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, দেশে অনেক ফার্মাসিস্ট প্রয়োজন। সেই তুলনায় প্রচুর ফার্মাসিস্ট সংকট রয়েছে। দেশের এবং বৈশ্বিক চাহিদা পূরণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কর্পোরেটের সঙ্গে পরিচয় করে দেওয়ার চেষ্টা থাকে শুরু থাকে। যাতে নিজেদের জীবনের গতিপথ এবং ভবিষ্যৎ করণীয় সুবিধাজনক হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, জ্ঞান এবং দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হয় ফার্মেসি খাতে। নিয়মিত চর্চা করতে হয়। মনোযোগ সহকারে ক্লাস, নতুন নতুন ধারণা এবং জ্ঞান অর্জন করতে হয়। বৈশ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়; তবেই দক্ষ ফার্মাসিস্ট হওয়া যাবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার। ফার্মেসি বিভাগের সার্বিক তথ্য তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের কো-কারিকুলামসহ প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে ও যত্ন সহকারে পাঠদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে পর্যাপ্ত শিক্ষক, ল্যাব এবং গবেষণা করার অনেক সুযোগ। এখানে শিক্ষকরাও অনেক দক্ষ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন তারা।
বক্তারা বলেন, ফার্মেসি খাতে ভালো করতে হলে নিয়মিত নতুন গবেষণা এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা থাকতে হবে। সেইসঙ্গে প্রয়োজন দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলি অর্জন করা। যার মাধ্যমে কোম্পানি ও ফার্মেসি খাত অনেক দূর এগিয়ে যাবে। তারা আরও বলেন, দেশের ফার্মেসি খাতকে আরও এগিয়ে নেওয়া যায়। দেশে জনবল রয়েছে, কিন্তু সংকট রয়েছে নেতৃত্বের। এ সংকট কাটিয়ে উঠতে পারলে বৈশ্বিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেকনিক্যাল অপারেশনস বিভাগের নির্বাহী পরিচালক মো. নওয়াবুর রহমান, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এহসান আজিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের পরিচালক রাহাত উজ জামান, এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেকনিক্যাল বিভাগের নির্বাহী পরিচালক মো. ইখতিয়ার হোসেন, রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. তানভীর সজিব, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অপারেশনস বিভাগের পরিচালক মো. মুহসীন মিয়া। এছাড়া বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী সহ-সভাপতি এসএম মাহমুদুল হক পল্লব, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অপারেশনস বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এসএম আরেফিন, এভারকেয়ার হাসপাতাল লিমিটেডের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, স্কয়ার হাসপাতাল লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. জাহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।