ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান এনপিপির

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান এনপিপির

দ্রুত সংস্কার করে সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপির আহ্বায়ক আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বর্তমান বাংলাদেশে একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্রান্তিকাল চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই জনগণ অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আছে, যে বিশ্ব বিখ্যাত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের জন্য নতুন কিছু করবে। কিন্তু জনগণ এখন পর্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করার নতুন কিছু দেখতে পাচ্ছে না। তাই আমি বলতে চাই আপনি আপনার ক্যারিশম্যাটিক লিডারশিট দিয়ে বৈষম্য দূর করবেন এবং মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করবেন। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র অংঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস্ যুব পার্টি’র দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে এনপিপির আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু’র নির্দেশক্রমে দলের সদস্য সচিব মো. আনিসুর রহমান দেওয়ান ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সভাপতি হিসেবে মো. তারিকূল ইসলাম সুমন এর নাম ঘোষণা করেন। সংস্কারের জন্য আর কতদিন প্রয়োজন এমন প্রশ্ন রেখে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জুলাই আন্দোলনের পরে অনেকগুলা সংস্কার কমিটি হয়েছে। কিন্তু ১০ মাসেও দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। বিশেষ করে সংবিধান সংস্কার কমিটি বা ঐক্যমত কমিশন অনেক নতুন দলের সঙ্গে মিটিং করলেও অনেক নিবন্ধিত দলের সঙ্গে মিটিং করেনি। যা অত্যন্ত দুঃখজনক। এনপিপির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ৪টি ইস্যু দেখা দিয়েছে। সেনাপ্রধান এই ৪টি ইস্যু অ্যাড্রেস করেছেন। প্রথমত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দ্বিতীয় মানবিক করিডর, তৃতীয় চট্টগ্রাম পোর্ট, চতুর্থ মব জাস্টিস। তিনি মব জাস্টিস-কে কঠিন হস্তে দমন করার জন্য মতামত ব্যক্ত করেছেন। এজন্য আমার এবং আমার দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। ন্যাশনাল পিপলস্ যুব পার্টি’র আহ্বায়ক মো. তারিকূল ইসলাম সুমনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- এনপিপি’র সদস্য সচিব মো. আনিসুর রহমান দেওয়ান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, জাগপা’র সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত