গাজীপুরের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল নামের একটি কারখানায পানি পানে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ গতকাল রোববার কারখানা ছুটি ঘোষণা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। বেলা ১১ টার দিকে শ্রমিকরা পানি পান করে অসুস্থ বোধ করলে তাদেরকে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, চিকিৎসার পর শ্রমিকরা এখন বেশির ভাগ সুস্থ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করেছে ।